Site icon Jamuna Television

সুচির কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে বিক্ষোভ

মিয়ানমারের ‘স্টেট কাউন্সিলর’ অং সান সুচিকে বহু বছর আগে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছিল কানাডা। কিন্তু বর্তমানে সুচি সরকারের নির্দেশে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞের প্রতিবাদে সম্মানসূচক এই নাগরিকত্ব বাতিলের দাবি উঠেছে কানাডায়।

রোববার কানাডার পার্লামেন্টের সামনে এই দাবিতে বিক্ষোভ করেন আড়াইশোর বেশি মানুষ। হাতে প্ল্যাকার্ড বহন করে রোহিঙ্গা নিপীড়নের প্রতিবাদ ও সুচির নাগরিকত্ব বাতিলের দাবি জানান তারা।

একজন বিক্ষোভকারী বলেন, ‘আমরা কানাডিয়ানরা গণতন্ত্র, মুক্তি ও মানবাধিকারে বিশ্বাস করি। এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সুচিকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিলাম তিনিও এই মূল্যবোধগুলো ধারণ করতেন বলে। এখন তিনি আর সেগুলো ধারণ করেন না।’

/কিউএস

Exit mobile version