Site icon Jamuna Television

রাজশাহীতে পানি না পেয়ে কৃষকের আত্মহত্যা: অভিযুক্তের শাস্তি চেয়ে আন্দোলন

রাজশহী ব্যুরো:
রাজশাহীতে সেচের পানি না পেয়ে আত্মহত্যাকারী দুই কৃষকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তের শাস্তি, গভীর নলকূপ পরিচালনায় অব্যবস্থাপনা এবং অনিয়মের প্রতিবাদে আন্দোলন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা।

সোমবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কৃষকেরা। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। সেখান থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে হাজারও কৃষক উপস্থিত হয় বিএমডিএ কার্যালয়ে। সেখানে আধাঘণ্টা অবস্থান করে একই দাবিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি প্রদান করেন।

আন্দোলনকারীরা বলেন, এটি হত্যাকাণ্ড এর সুষ্ঠ তদন্ত ও সঠিক বিচার করতে হবে।

এর আগে গত ২৩ মার্চ ধানের জমিতে সেচের পানি না পেয়ে দুই কৃষক অভিনাথ ও রবি কীটনাশক পান করেন। অভিনাথ মারা যাবার দুদিন পর রবি মার্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ মামলায় অভিযুক্ত পাম্প অপারেটর কারাগারে রয়েছেন।

এটিএম/

Exit mobile version