Site icon Jamuna Television

মাদক মামলায়ও সম্রাটের জামিন

মাদক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সোমবার (১১ এপ্রিল) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেকার জামিনের এই আদেশ দেন।

গতকাল রোববারও দুই মামলায় জামিন পান ইসমাইল চৌধুরী সম্রাট। এ নিয়ে তিনটি মামলায় জামিন পেলেন তিনি। আর তাতে তার মুক্তিতে শুধু বাধা হয়ে রইলো অবৈধ সম্পদ অর্জনের মামলা। এই মামলাটিতে জামিন পেলে সম্রাট কারা মুক্তি পাবেন বলে জানা গেছে।

ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়। গতকাল রোববার তাকে জামিন দেয়ার ব্যাপারে আদালত জানায়, সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এ জামিন দেয়া হয়েছে।

/এমএন

Exit mobile version