Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রতিকী ছবি। ছবি: সংগৃহীত।

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পারভীন আক্তার (১৮) নামে এক নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ ইয়াছিনকে (২০) গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

রোববার (১০ এপ্রিল) রাত ২টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দায়িত্বরত ১৬ এপিবিএন সদস্যরা ডি-ব্লকে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মোহাম্মদ ইয়াছিনকে গ্রেফতার করে। এ সময় আহত অবস্থায় স্ত্রী পারভীন আক্তারকে (১৮) উদ্ধার করে আইপিডি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করে।

এরই মধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, পারিবারিক কলহের জেরধরে স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার সংবাদের ভিত্তিতে ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।

এসজেড/

Exit mobile version