গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৪ জনের। এদিন করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আর তাতে টানা ছয় দিন পর দেশে করোনায় কারো মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৫ মার্চের পর থেকেই দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা একশর নিচে রয়েছে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৩৪টি।
সোমবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন। মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জন।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
/এমএন

