Site icon Jamuna Television

পূর্বের ধর্ষকের সাথে মিলে মেয়েকে গণধর্ষণ বাবার, পলাতক মাও

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

ধর্ষণের শিকার হয় মেয়ে। সমাজের ভয়ে থানায় অভিযোগ করেনি বাবা-মা। তবে অসুস্থ সেই মেয়েকেই আগের ধর্ষকসহ আরও চারজনের সাথে মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের মুলুক এলাকায়। অভিযুক্ত একজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই লাপাত্তা ওই তরুণীর বাবা-মা। খবর আনন্দবাজার পত্রিকার।

স্থানীয় থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী তরুণী। অভিযোগে বলা হয়েছে, গত ৩১ মার্চ দীপ্তি ঘোষ নামের এক যুবক ওই তরুণীকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ। লোক জানাজানির ভয়ে থানায় অভিযোগ জানাতে রাজি হননি তার বাবা-মাও।

এরপর অসুস্থ হয়ে পড়ে ওই তরুণী। গত ৩ এপ্রিল বর্ধমান থেকে তিনি চিকিৎসা করিয়ে ফেরার পর দীপ্তি, তরুণীর বাবা বাবলু সরেন এবং আরও দু’জন তাকে গণধর্ষণ করেন বলে অভিযোগপত্রে লেখা হয়েছে।

বিষয়টি নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে পলাতক ওই তরুণীর বাবা এবং মা। তাদের খোঁজ চলছে বলেও জানানো হয়েছে।

এসজেড/

Exit mobile version