Site icon Jamuna Television

কুমড়ার চপের ছবি দিয়ে প্রধানমন্ত্রীকে উপহাস; মোংলায় মহিলা লীগের ২ নেত্রী বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি:

প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করায় বাগেরহাট জেলার মোংলা পৌরসভার যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) বিকালে মোংলা পোর্ট পৌর যুব মহিলা লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন, মোংলা পৌর মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া স্বপ্না ও পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন।

এই দুই জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে মােংলা পৌর শাখার যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুব মহিলা লীগ মােংলা পৌর শাখার যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিষ্টি কুমড়ার ছবিসহ উপহাস করে সামাজিক যােগাযােগ মাধ্যমে একটি পোস্ট দেয়া হয়।

উল্লিখিত পােস্টে মােংলা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি শিউলি আকন উৎসাহ এবং তামাশামূলক মন্তব্য করে গুরুতর অপরাধ করেছেন। এ কারণে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাজিয়া পারভীন স্বপ্না ও শিউলি আকনকে মােংলা পৌর শাখার যুব মহিলা লীগ থেকে বহিষ্কার ও তাদের প্রাথমিক দলীয় সদস্য পদ বাতিল করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফেসবুকে দেয়া স্ট্যাটাস

এ বহিষ্কারাদেশ বিষয়ে মোংলা পৌর যুব মহিলা লীগ শাখার সভাপতি সুমি লীলা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস ও আপত্তিকর পোস্ট করার ফলে মোংলাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বিষয়টি বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাই যুব মহিলা লীগের জরুরি বৈঠকে কমিটির সকল সদস্যদের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও বলেন, মোংলা পৌর যুব মহিলা লীগে দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ও আ.লীগের সভাপতিকে নিয়ে এমন কটূক্তি ও উপহাস দুঃখজনক। আমি দলীয় জেলা ও বিভাগীয় পর্যায় নেতৃবৃন্দের সাথে আলাপ করে আইনিভাবে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো, যাতে আমার যুব মহিলা লীগের ভেতরে কোনো নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে সাহস না পায়।

ইউএইচ/

Exit mobile version