Site icon Jamuna Television

পিরোজপুরে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

ফাইল ছবি

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সুমি আক্তার (১৩) নামের এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত সুমি উপজেলার উত্তর মিঠাখালি গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে।

সুমির বাবা সেলিম হাওলাদার জানান, সোমবার (১১ এপ্রিল) সকালে আমরা বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সকাল দশটার দিকে ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুমিকে ঝুলতে দেখি। পরে স্থানীয়দের সহযোগিতায় সুমিকে নিচে নামিয়ে পরে হাসপাতালে নিয়ে যাই।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সুমির মৃত্যু হয়েছে।

সুমির চাচাতো বোন রুমানা আক্তার জানান, সুমি কয়েক দিন ধরে অসংলগ্ন কথাবার্তা বলে আসছিল।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version