Site icon Jamuna Television

আজ রিয়ালের বিপক্ষে লড়বে চেলসি, ভিয়ারিয়ালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে বায়ার্ন

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে চেলসি। দিনের আরেক খেলায় ভিয়ারিয়ালের প্রতিদ্বন্দ্বিতা করবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ দুটি।

চেলসির মাঠে প্রথম লেগে করিম বেনজিমার হ্যাটট্রিকে ৩-১ গোলের জয়ে চনমনে মেজাজে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে আনন্দে গা ভাসাতে চান না দলের মিডফিল্ডার ক্যাসিমেরো। সান্তিয়াগো বার্নাব্যুতে নিশ্চিত করতে চান শেষ চারের টিকিট। এজন্য মাঠে শতভাগ উজাড় করে দিতে সতীর্থদের প্রতি আহ্বান এই ব্রাজিলিয়ানের। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন চেলসির কোচ টমাস টুখেল বলেছেন, শেষ চারে যেতে প্রতিপক্ষের মাঠে অসম্ভব কিছু করতে হবে তার দলকে।

অন্যদিকে, নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ভিয়ারিয়াল। তবে বায়ার্নের ডেরায় বাকি কাজটুকু যে কঠিন হবে সেটি ভালোই বোঝেন ভিয়ারিয়াল কোচ। অবশ্য দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে তার। শেষ ১৬-র লড়াইয়ে য়্যুভেন্টাসকে বিদায় করে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নকে হারায় ভিয়ারিয়াল। এদিকে, ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। রক্ষণ সামলে আক্রমণে উঠে গোল আদায় করতে চায় বাভারিয়ানরা।

/এডব্লিউ

Exit mobile version