Site icon Jamuna Television

পাবনার সাঁথিয়ায় ৩৮৩ পিস ইয়াবাসহ আটক ১

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ার হাড়িয়া পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ৩৮৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল। আটককৃত ব্যক্তির নাম সুজন সরদার। সে সাঁথিয়ার হাড়িয়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর রিফাত বিন আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ এপ্রিল) অভিযান পরিচালনা করেন র‍্যাবের কর্মকর্তারা। এ সময় তার বাড়ি থেকে ৩৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় তাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এটিএম/

Exit mobile version