Site icon Jamuna Television

টাঙ্গাইলে নিখোঁজের ১ দিন পর যুবকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর রেল লাইনের পাশ থেকে গোবিন্দ চন্দ্র আর্য্য (৩৯) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে আগে সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পায়নি পরিবার। তিনি উপজেলার নগরবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র আর্য্যর ছেলে।

নিহতের চাচাতো ভাই আপন আর্য্য জানান, বিকেলে গোবিন্দ ও কয়েকজন স্বজন তার বাসায় খাওয়া দাওয়া করেন। পরে সন্ধ্যায় সবাইকে বিদায় দিয়ে গোবিন্দ কালিহাতী যাওয়ার জন্য বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জানতে পারেন রেললাইনের পাশে গোনিন্দর লাশ পড়ে আছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত করার জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এটিএম/

Exit mobile version