Site icon Jamuna Television

দুর্নীতি ও ব্যর্থতা আড়ালে দুদকে বিএনপি নেতাদের মহড়া: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দুদকে গিয়ে যে মহড়া দিয়েছেন, তা নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা মাত্র।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতেই বিএনপি নেতারা দুর্নীতির তথ্য দেয়ার নামে নাটকীয়তার আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন ওবায়দুল কাদের বলেন, নিজ দলের অপরাধী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কী? সাহস থাকলে তাদের তালিকা দিন।

ওবায়দুল কাদের আরও বলেন, কর ফাঁকি দিয়ে ব্যবসা ও অবৈধ উপায়ে অর্থপাচার— সব খবরই সরকারের কাছে আছে। যে যত বড় নেতাই হোক, অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। দুর্নীতি করে সরকারি দলের নেতা, এমপি এমনকি মন্ত্রীও ছাড় পায়নি বলে জানান ওবায়দুল কাদের।

/এমএন

Exit mobile version