Site icon Jamuna Television

পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী আটক

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় অন্য নারীর সাথে পরকীয়া সম্পর্কের সন্দেহের জের ধরে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর স্ত্রী শারমিন বেগম (২৩)-কে আটক করেছে থানা পুলিশ। স্বামী মেহেদি হাসান (২৮) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেহেদি হাসান সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ভারসা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ২টার দিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ভারসা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, সাত বছর আগে ভারসা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে মেহেদির সাথে একই থানার বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়লের কন্যা শারমিনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে চার বছর বয়সী এক পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায়ই অশান্তি লেগেই থাকতো। গত পনের দিন ধরে মেহেদি দ্বিতীয় বিয়ে করবে বলে স্ত্রীকে হুমকি দিলে দুজন পৃথকভাবে বসবাস করছিল। সোমবার সন্ধ্যায় স্ত্রী তাকে কৌশলে একসাথে ঘুমানোর জন্য বলে। অতঃপর রাতে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপানাঙ্গ কোটে নেয় শারমিন।

পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, ঘটনার পর শারমিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ছেলের পিতা নওয়াব আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

জেডআই/

Exit mobile version