Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর সাথে নিরাপত্তা পরিষদ প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে গণভবনে যান ২৬ সদস্যের প্রতিনিধি দলটি।

শনিবার বাংলাদেশে আসা প্রতিনিধি দলটি গতকাল কক্সবাজারের তমব্রু সীমান্তের শূন্যলাইন ও বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন। সেই অভিজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেন তারা।

প্রধানমন্ত্রী এ জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শুধু মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে, যা  আগেও করেছে বাংলাদেশ।

২৬ সদস্যের প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা। সাক্ষাৎ শেষে আজই মিয়ানমারে যাবে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি।

Exit mobile version