Site icon Jamuna Television

নিউইয়র্কে পাতাল রেল স্টেশনে গুলি, আহত কমপক্ষে ১৩

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের এক পাতাল রেল স্টেশনে গোলাগুলিতে অন্তত ১৩ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু যাত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। খবর বিবিসির।

খবরে বলা হয়, নিউইয়র্ক সময় সকাল সাড়ে আটটার দিকে থার্টি-সিক্সথ স্ট্রিটের সানসেট পার্ক স্টেশনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্টেশনের ভেতরে কিছু অবিস্ফোরিত বোমাও পাওয়া গেছে। এই ঘটনায় পাতাল রেল ব্যবস্থার অন্তত চারটি লাইনে সমস্যা দেখা দিয়েছে। জরুরি সেবা কর্মীরা ১৩ ব্যক্তির আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক রয়েছে।

নিউইয়র্কের দমকল বাহিনী বিবিসিকে জানিয়েছে, তারা প্রথমে খবর পান যে স্টেশনের ভেতর থকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান বেশ কিছু মানুষ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে।

ইউএইচ/

Exit mobile version