Site icon Jamuna Television

সাবেক তথ্যমন্ত্রীর নাম ভাঙ্গানো মামলাবাজ রঞ্জু শিকদারের বিচার চেয়ে বিক্ষোভ

রঞ্জু শিকদারের বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক অবরোধকালে এলাকাবাসী।

পাবনা প্রতিনিধি:

নিজেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পালিত পুত্র দাবি করে একের পর এক মামলা বাণিজ্যের প্রতিবাদে ও জড়িত রঞ্জু শিকদারের বিচার দাবিতে পাবনার আমিনপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে আমিনপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রামবাসীদের অভিযোগ, রঞ্জু শিকদার নামে এক ব্যক্তি দুইমাস আগে আমিনপুরে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে। তিনি নিজেকে সাবেক তথ্যমন্ত্রীর পালিত পুত্র দাবি করে পুলিশকে বিভিন্ন ব্যক্তির নামে মামলা নিতে বাধ্য করতেন এবং পরে টাকার বিনিময়ে অভিযোগ প্রত্যাহার করতেন।

সম্প্রতি গ্রামের ৬ জন ব্যক্তির নামে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন প্রতারক রঞ্জু শিকদার। এর প্রতিবাদ করলে তিনি সাবেক তথ্যমন্ত্রীর হাসানুল হক ইনুর ভয়ভীতি দেখান। তার এসব হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিকার চেয়ে ও রঞ্জু শিকদারকে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।

/এসএইচ

Exit mobile version