Site icon Jamuna Television

পাবিপ্রবি’র উপাচার্যের দায়িত্ব পেলেন প্রফেসর ড. হাফিজা খাতুন

প্রফেসর ড. হাফিজা খাতুন


পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেন প্রফেসর ড. হাফিজা খাতুন।

মঙ্গলবার (১২ এপ্রিল) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে বলে উপ-সচিব মাসুম আহমেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, প্রফেসর ড. হাফিজা খাতুন আগামী চার বছরের জন্য পাবিপ্রবি’র উপাচার্য হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন।

প্রসঙ্গত, প্রফেসর ড. হাফিজা খাতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নগর উন্নয়ন অধিদফতরের গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে (বর্তমান ভূগোল ও পরিবেশ বিভাগ) প্রভাষক পদে যোগদান করেন। ২০০০ সাল থেকে এ পর্যন্ত ঐ বিভাগেই অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

/এসএইচ

Exit mobile version