Site icon Jamuna Television

মেয়াদ শেষের আগেই চলে যাচ্ছেন যুব বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নাওয়াজ

কোচ নাভিদ নাওয়াজ। ছবি: সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পর্ক ছিন্ন করে শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী কোচ নাভিদ নাওয়াজ। আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সফরে আসবে শ্রীলঙ্কা।

টাইগারদের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি থাকলেও শ্রীলঙ্কার প্রস্তাব পেয়ে বিসিবিকে নিজের অবস্থান পরিষ্কার করেন নাওয়াজ। নোটিশ পিরিয়ড অন্তত ৩ মাস হলেও বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। দেশের হয়ে নিজের প্রথম মিশনে বাংলাদেশ সফরে আসবেন নাভিদ নাওয়াজ।

ক্রিস সিলভারউডের সহকারী হিসেবে বাংলাদেশ সফরে আসবেন নাভিদ। ২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ যুব দলের দায়িত্ব নেন তিনি। এরপর ২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আরও পড়ুন: প্রতিপক্ষের দিকে বল ছুঁড়ে মারায় খালেদের শাস্তি

এম ই/

Exit mobile version