Site icon Jamuna Television

ব্রাজিলের সাম্বা কার্নিভাল: ফিরছে পুরনো রূপে

বছর ঘুরে আবারও দুয়ারে ব্রাজিলের সাম্বা কার্নিভাল। সপ্তাহ পেরোলেই শুরু হবে মূল আয়োজন। উদযাপনের এ মৌসুম ঘিরে দেশটির রিও ডি জেনিরিও শহরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে নাচে-গানে মেতেছে ব্রাজিলিয়ানরা। গানের তালে নৃত্যে মাতোয়ারা ব্রাজিলবাসী। জমকালো সাম্বা কার্নিভালকে ঘিরে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে নাচের দলগুলোর।

নাচের পাশাপাশি পুরোদমে চলছে রং-বেরঙের পোশাক ও মুখোশ তৈরি। কার্নিভাল উপলক্ষ্যে বাহারি সাজে সেজেছে গোটা শহর। মহামারির কারণে দুই বছর পর পুরনো রূপে ফিরছে কার্নিভাল। এবার প্রধান্য পাবে করোনা সতর্কতার প্রতীকী আয়োজন।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে শুরু হলেও মহামারির প্রকোপ বাধ সাধে সাম্বা কার্নিভালে। কাঙ্ক্ষিত আয়োজনকে ঘিরে এরইমধ্যে শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা। সমুদ্রের কোলঘেষা এ শহর জুড়ে এখন শুধুই উৎসবের আমেজ।

/এমএন

Exit mobile version