Site icon Jamuna Television

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ার প্রতিবাদে সারাদেশে ধর্মঘট করছেন ট্রেনের রানিং স্টাফরা। পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকে তারা কর্মবিরতিতে গেছেন। তাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ সারাদেশের অন্যান্য স্টেশন থেকেও ছাড়ছে না ট্রেন।

জানা গেছে, ট্রেন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত ডিউটি ভাতা অর্থ মন্ত্রণালয় থেকে বাতিলের খবর পেয়ে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।

বুধবার কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, হুট করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিন সকালের ট্রেনে যারা ঢাকা ছেড়ে যেতে চেয়েছিলেন, সেসব যাত্রীরা অপেক্ষা করছেন স্টেশনে। তবে তারা কোনো তথ্য পাচ্ছেন না ট্রেন ছাড়ার বিষয়ে। তাতে তাদের মধ্যে শঙ্কা কাজ করছে।

এছাড়া, যারা টিকিট নিয়েছেন তারা পরের ট্রেনে যাবেন নাকি টাকা ফেরত পাবেন, এসব বিষয়েও পরিষ্কার কিছু জানা যায়নি এখন পর্যন্ত। এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই এমন কর্মসূচির কারণে সকলে ভোগান্তিতে পড়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে বসেছেন, এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

যাত্রীরা জানান, ধর্মঘট করলে আগেই ঘোষণা দিতো। তা না করে হুট করে ট্রেন চলাচল বন্ধ করে আন্দোলন করায় যাত্রীরা ক্ষুব্ধ।

/এমএন

Exit mobile version