Site icon Jamuna Television

দুপুরে নেমে এলো রাতের অন্ধকার

আজ সোমবার দুপুরের একটু আগে বাসাবাড়ি বা অফিসের জানালা দিয়ে হঠাৎ মুখ বাড়িয়েছিলেন যারা তাদেরকে একটু দ্বিধায় পড়তে হয়েছিল- ‘এখন আসলে কয়টা বাজে?’

যারা একটু মনভোলা টাইপের মানুষ তারা হয়তো মনে মনে বলেই ফেলেছিলেন- ‘সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, অথচ দুপুরের খাবারটাই খাওয়া হলো না!’

দুপুর ১২টা হতে তখনও মিনিট দশেক বাকি। অথচ ঢাকার আকাশে নেমেছে রাতের অন্ধকার। রাস্তায় গাড়িগুলো লাইট জ্বালিয়ে হর্ণ বাজাচ্ছে। প্রায় আধা ঘণ্টা ধরে এমন অন্ধকারে ছেয়েছিল রাজধানীর আকাশ। অবশ্য ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় আকাশ অন্ধকারাচ্ছ হয়ে পড়েছিল আজ। সাথে প্রথমে বিজলি চমকানো আর বজ্রপাত। কিছুক্ষণের মধেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। নিচে অন্ধকারাচ্ছন্ন ঢাকার কিছু ছবি দেয়া হলো–

 

Exit mobile version