Site icon Jamuna Television

‘ষোড়শ সংশোধনী বাতিল ইস্যুও চাপা পড়ে যাবে’

অন্য ইস্যুর মতো ষোড়শ সংশোধনী বাতিলের ইস্যুও চাপা পড়ে যাবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিএনপি যে আশা দেখছে তাতে কোনো লাভ নেই। কারণ অন্য ইস্যুর মত এটাও এক সময় চাপা পড়ে যাবে।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের আরও বলেন, এখনও দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে না পেয়েই অনেকে এমন কাজ করছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনায় আওয়ামী লীগকে ভুল না বুঝে দেশ চালাতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আওয়ামী লীগ নেতা বলেন, রাজনীতির বাস্তবতায় আওয়ামী লীগ কৌশলী হলেও দলটি তার শেকড় থেকে হারিয়ে যায়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই তা হবে তার হত্যার সবচেয়ে বড় প্রতিশোধ।

/কিউএস

Exit mobile version