Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় বন্যা-ভূমিধস, নিহত কমপক্ষে ৪৫

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রবল বন্যা-ভূমিধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৫ জন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, গত কয়েকদিন ধরেই ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভেঙে পড়েছে কুয়াজুলু-নাটাল প্রদেশের অনেক অবকাঠামো। বিচ্ছিন্ন হয়েছে গুরুত্বপূর্ণ সব সড়কের যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে উদ্ধার কাজ পরিচালনায় নেমেছে দেশটির সেনাবাহিনী। দুর্গম এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নেয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসনের দাবি, বন্যার পানির স্রোতে ভেসে গেছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। প্রায় ২৪ ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংযোগ দেয়া হয়েছে। আরও দু’দিন বৈরী আবহাওয়া থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
আরও পড়ুন: ‘ইরানের ভবিষ্যৎ পরমাণু আলোচনার সাফল্য-ব্যর্থতার ওপর নির্ভরশীল নয়’
ইউএইচ/

Exit mobile version