Site icon Jamuna Television

আবারও বিচারের মুখোমুখি ব্লাটার ও প্লাতিনি

ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার ও উয়েফার সাবেক প্রধান মিশেল প্লাতিনি।

দুর্নীতির অভিযোগে আবারো বিচার কার্যালয়ের মুখোমুখি ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার ও উয়েফার সাবেক প্রধান মিশেল প্লাতিনি। আগামী ৮ জুন তাদের মামলার শুনানি শুরু হবে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের আদালত।

ফুটবলের এই দুই শীর্ষ সংস্থার দায়িত্বে থাকাকালীন সময়ে ব্লাটার ও মিশেল উভয়ের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, অপরাধ্মূলক অব্যবস্থাপনা ও নথি জালিয়াতির অভিযোগ উঠে। এগুলোর মধ্যে কিছু অভিযোগের সত্যতা পাওয়ার পর ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে তাদের আট বছরের জন্য বরখাস্ত করা হয়েছিল।

পরবর্তিতে সে নিষেধাজ্ঞা কমিয়ে ছয় বছর করা হয়। এবার চুড়ান্ত সিদ্ধান্তর জন্য আবারও আপিল উঠে এসব অভিযোগের। যেখানে অভিযোগের সত্যতা মিললে জেল বা জরিমানা করা হতে পারে ব্লাটার ও মিশেলকে।

/এসএইচ

Exit mobile version