Site icon Jamuna Television

নির্বিঘ্নে বাংলা নববর্ষ উদযাপন নিশ্চিতে একযোগে কাজ করছে সব বাহিনী: র‍্যাব মহাপরিচালক

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বাংলা নববর্ষ নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সকল বাহিনী একযোগে কাজ করছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রমনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেয়া এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। সারাদেশে গোয়েন্দারা সতর্ক আছেন বলেও জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থায় সারাক্ষণ সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে বলে জানান তিনি।

র‍্যাবের মহাপরিচালক আরও বলেন, কেউ যাতে গুজব ছড়াতে না পারে, সে জন্য অনলাইনেও নজরদারি জোরদার হয়েছে। জঙ্গি তৎপরতা ইস্যুতে আতঙ্কিত হওয়ার মতো কোন সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ব্রিফিংয়ে যেকোনো জরুরি পরিস্থিতিতে ০১৭৭৭৭২০০২৯ নাম্বারে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক।

/এসএইচ

Exit mobile version