Site icon Jamuna Television

‘মানবাধিকার রিপোর্টে যে গুম খুনের সংখ্যা বলা হচ্ছে তা ঠিক নয়’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে যে গুম খুনের সংখ্যা বলা হচ্ছে তা ঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের তথ্যে বিভ্রাট রয়েছে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে যা বলা হয়েছে তার অনুসন্ধান করা হবে। তিনি আরও বলেন, অনেকে নিজেই নিখোঁজ থেকে গুমের অভিযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হয়নি। এ সময় বিচার বিভাগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচার বিভাগ সব সময় স্বাধীন। এখানে রাজনৈতিক হয়রানির কোনো সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রায় সব অভিযোগই আমরা অনুসন্ধান করে দেখেছি। অনেকগুলিই হয়তো আত্মগোপন করে গুম বলে চালিয়ে দিয়েছে। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন, এক লোক আড়াই বছর বা তারও বেশি সময় পর এসে বলছে, তিনি ইছে করেই গুম হয়ে ছিলেন। তাই নানা কারণেই গুম হয়ে থাকে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও অনেককে উদ্ধার করেছে। যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট বেরিয়েছে, তাতে কিছু বিভ্রাট আছে। তথ্যগত কিছু গোলযোগ আছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন

এম ই/

Exit mobile version