Site icon Jamuna Television

কলমের ঢাকনার মাথায় ছিদ্র থাকে কেন? কারণ শুনলে চমকে উঠবেন আপনিও

অধিকাংশ কলমের ঢাকনার মাথাতেই দেখা যায় একটি ছিদ্র। যার পেছনে লুকিয়ে রয়েছে এমন এক বিজ্ঞান চেতনা যা সাধারণভাবে মানুষের মাথায় না আসাই স্বাভাবিক।

অনেকেই লক্ষ্য করে দেখেছেন, অনেক সস্তার বল পেনের ঢাকনার উপরের দিকেও একটি ছিদ্র থাকে। কিন্তু কেন পেনের ঢাকনায় এই ধরনের ছিদ্র থাকে? এই নিয়েও নানারকমের উত্তর পাওয়া যায় বিভিন্ন মহল থেকে। তবে শুধু মাত্র বাতাস চলাচল করার জন্য ঢাকনার উপর ছিদ্র রাখা হয়, বিষয়টি কিন্তু এমন নয়। এর কিছু বৈজ্ঞানিক কারণ আপনাকে চমকে দিতে পারে।

প্রায় প্রতিটি বল পেনের ঢাকনায় একটি করে ছিদ্র দেখা যায়। দীর্ঘ দিন ধরে চলে আসা এই নিয়ম নিয়ে অনেকেই বলেছেন, আসলে বল পেনের কালি যাতে বাতাসে দ্রুত শুকিয়ে যায় ও কালি নষ্ট না হয়, সেই কারণে এই ধরনের ছিদ্র রাখা হয়। কারণ কালি বেশি খরচ হলে রিফিলও কিনতে হবে দ্রুত, যা অসুবিধার।

অনেকেই দাবি করেন, কালি শুকিয়ে যাওয়ার বিষয়টির সঙ্গে এই ছিদ্রের কোনো যোগাযোগ নেই। যদিও পেনের নিবটি থেকে যাতে কালি ছড়িয়ে না পড়ে, সেই বিষয়টি নিশ্চিত করার পিছনে এর একটি ভূমিকা রয়েছে।

অন্য একটি তত্ত্ব অনুসারে, যদি মাথার দিকে ওই ছিদ্র না থাকে তাহলে বায়ুর চাপের উল্টো শক্তি প্রয়োগ করে পেনের ঢাকনা বন্ধ করা সমস্যার হয়ে দাঁড়াতে পারে। বাতাস আটকে পড়ে যাতে সেই সমস্যা তৈরি করতে না পারে, সেই কারণেই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

কিন্তু এবার জেনে নিতে পারেন আসল কারণটা। পেনের মাথার দিকে ছিদ্র থাকে কারণ দীর্ঘদিন ধরে পেন ঢাকনাটি দাঁতে কাটার একটি অভ্যাস মানুষের আছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ঢাকনা মুখে চলে গিয়েছে এবং শ্বাসনালীতে আটকে গিয়েছে। এমন ঘটনায় মৃত্যুও হতে পারে। পেনের ঢাকনায় ছিদ্র করা হয়েছে, কারণ শ্বাসনালীতে আটকে গেলেও যাতে সামান্য হাওয়া-বাতাস চলাচল করতে পারে। পৃথিবীর প্রাচীনতম পেনের সংস্থা বিআইসি ক্রিস্টাল পেনের ঢাকনায় একটি বড় ছিদ্র যোগ করেছেন, কারণ দুর্ঘটনার পরেও যাতে মানুষ দম বন্ধ হয়ে মারা না যায়। এই বিষয়ে বিস্তারিত লেখা আছে তাদের ওয়েবসাইটেও।


তথ্যসূত্র: নিউজ এইটিন
ইউএইচ/

Exit mobile version