Site icon Jamuna Television

‘নিরাপত্তা কড়াকড়ির নামে বর্ষবরণের স্বতঃস্ফূর্ততা বিঘ্নিত করার সুযোগ নেই’

সংবাদ সম্মেলনে বক্তব্যরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. আব্দুস সামাদ।

মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণকে কেন্দ্র করে ডিএমপির অতিরিক্ত নিরাপত্তার কড়াকড়িকে প্রত্যাখান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে বর্ষবরণকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. আব্দুস সামাদ। তিনি বলেন, নিরাপত্তা কড়াকড়ির নামে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রারস্বতঃস্ফূর্ততা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই। সময় বেধে দিলে বরং সাম্প্রদায়িক শক্তিকেই উৎসাহিত করা হবে। নিরাপত্তা বাহিনী বলছে যে, বর্ষবরণকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় এলাকায় জঙ্গী তৎপরতার খবর তাদের কাছে আছে। কিন্তু ঢাবি কর্তৃপক্ষের কাছে জঙ্গি তৎপরতার কোনো খবর নেই।

অধ্যাপক সামাদ বলেন, ডিএমপির দেয়া নিরাপত্তা আমরা অবশ্যই চাই। কিন্তু কড়াকড়ির নামে এ আয়োজনের স্বতস্ফুর্ততা বিঘ্নিত যেন না করা হয়। বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় বিকেল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান ড. আব্দুস সামাদ।

/এসএইচ

Exit mobile version