Site icon Jamuna Television

‘ধর্মীয় ও সাংবিধানিক কারণে সমকামিতার অধিকার স্বীকৃতির সুযোগ নেই’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি।

ধর্মীয় ও সাংবিধানিক কারণে বাংলাদেশে সমকামিতা বা এলজিবিটি অধিকারকে স্বীকৃতি দেয়ার মার্কিন দাবি পূরণের সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক রিপোর্টের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা বলেন।

মার্কিন পররাষ্ট্র দফতর সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে। এতে বাংলাদেশের পরিস্থিতিও তুলে ধরা হয়। বলা হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত হত্যা ও গুম খুনের সাথে জড়িত থাকলেও জবাবদিহিতার মুখোমুখি হয় না। হয় না সেসবের তদন্তও। উল্টো হয়রানি করা হয় ভুক্তভোগীর পরিবারকে। মত প্রকাশের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলা হয় এই মানবাধিকার রিপোর্টে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিপোর্টটি সম্পর্কে বলেন, ঝুঁকি নিয়ে কাজ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে কেউ মারা গেলে সে দায় বাংলাদেশকে দেয়া যৌক্তিক নয়। দায়মুক্তি আগে দিলেও এখন বাংলাদেশ দিচ্ছে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ায় আলম।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া রাজনৈতিক বন্দি নন। তার মামলা নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের ব্যাখ্যা ভুল।

আরও পড়ুন: ‘মানবাধিকার রিপোর্টে যে গুম খুনের সংখ্যা বলা হচ্ছে তা ঠিক নয়’

এম ই/

Exit mobile version