Site icon Jamuna Television

গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানায় শ্রমিকদের ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল তিনটায় গাজীপুরের ভোগড়া বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার পহেলা বৈশাখের ছুটি এবং পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় তারা মার্চ মাসের বেতন বুধবারেই দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। কর্তৃপক্ষ বেতন দেয়ার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত দিচ্ছিল না। দুপুরের বিরতির পর শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন চাইলে কর্তৃপক্ষ আগামী রোববার বেতন দেয়ার কথা জানায়।

কারখানার মানব সম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান, বুধবার নববর্ষের আগের দিন বেতন না পেয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় কারখানার কর্মকর্তারা শ্রমিকদের বুঝানোর চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক রবিউল ইসলাম আপেলকে মারধর করে। এক পর্যায়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানার বিভিন্ন কর্মকর্তাদের কার্যালয়ের আসবাবপত্র, দরজা-জানালার কাঁচ ভাঙচুর করতে শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, ওই কারখানার বেতন সচরাচর পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দেয়া হয় বলে জেনেছি। শ্রমিকরা মার্চ মাসের বেতন ১৩ তারিখে দাবি করে আসছিল। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি হওয়ায় কিছু উশৃংখল শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


/এসএইচ 

Exit mobile version