Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার নতুন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নতুন হেড কোচ হিসাবে স্থায়ী নিয়োগ পেলেন সাবেক অজি টেস্ট অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার সাথে আগামী চার বছরের চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

জাস্টিন ল্যাঙ্গারের স্বল্পমেয়াদী চুক্তি নিয়ে সমালোচনার পর অস্ট্রেলিয়া দলের দায়িত্ব থেকে অবসর নেন ল্যাঙ্গার। এর পর অন্তবর্তীকালিন কোচ হিসাবে দায়িত্ব পান ম্যাকডোনাল্ড। এবার স্থায়ীভাবে তাকেই দায়িত্ব দেয়া হলো অজি দলের।

এর আগে, ২০১৮-১৯ সালে ভিক্টোরিয়া রাজ্য দল তার কোচিংয়ে শেফিল্ড শিল্ড ও মার্শ কাপ জেতে। একই মৌসুমে বিগ ব্যাশে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের দল মেলবোর্ন রেনেগেডস চ্যাম্পিয়ন হয়। আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্বও পালন করেছেন ম্যাকডোনাল্ড।

আরও পড়ুন: আবারও বিচারের মুখোমুখি ব্লাটার ও প্লাতিনি

এম ই/

Exit mobile version