Site icon Jamuna Television

জামাল ভূঁইয়া হারাচ্ছেন সাইফের অধিনায়কত্ব

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব সাইফ স্পোর্টিংয়ের অধিনায়কত্ব হারাচ্ছেন জামাল ভূঁইয়া। ক্লাবের ধারাবাহিক ব্যর্থতার কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

প্রায় অর্ধযুগ সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব করেছেন জেবি সিক্স। তবে চলতি প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ থেকে আর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না তাকে। আর্মব্যান্ড কেড়ে নিলেও জামাল খেলবেন ক্লাবটির হয়ে। তবে নতুন অধিনায়ক কে হবে, তা এখনও নির্ধারণ করেনি সাইফ স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ।

এদিকে, ক্লাবের পরিচালনা পর্ষদেও পরিবর্তন আনা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ সম্পাদক পদে আসবে নতুন মুখ, শোনা গেছে এমন কথা। চলতি লিগে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে আছে সাইফ স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন: স্কোয়াড ঢেলে সাজাচ্ছে মোহামেডান

এম ই/

Exit mobile version