Site icon Jamuna Television

দুই ট্রাকের সংঘর্ষ, মারা গেলেন দুই চালকই

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই হলেন দুই ট্রাকের চালক। অন্যজন একটির হেলপার।

সৈয়দপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত ২টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কে মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের নেথরা মামুদের ছেলে ট্রাকচালক দুলাল হোসেন (৫০) ও তার সহকারী ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুল হালিমের ছেলে আতিকুর রহমান (২১)।

অন্য গাড়ির চালকের নাম-পরিচয় তাৎক্ষিণভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, মতির বাজার এলাকায় বাইপাস সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল পাথরবোঝাই একটি ট্রাক। ডিমলা থেকে ছেড়ে আসা অপর একটি পাথরবোঝাই ট্রাক এটাকে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক, তার সহকারী ও ধাক্কা দেওয়া ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।

/কিউএস

Exit mobile version