Site icon Jamuna Television

নোয়াখালীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে শিশু নিহত, গুলিবিদ্ধ বাবা

নিহত তাসপিয়া (৪)।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন তার বাবা মাওলানা আবু জাহের।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪ টার দিকে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাওলানা আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাজিপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির আলম পার্শ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের বাদশার কাছে মাটি বিক্রি করে। কিন্তু বাদশা চুক্তির চেয়ে অতিরিক্ত মাটি কেটে নিতে চাইলে গত দুই দিন ধরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় বিরোধ চলে।

বিরোধের এক পর্যায়ে বুধবার বিকেলে বাদশা তার এলাকার রিমনসহ আরও ৪-৫ জন সন্ত্রাসীকে ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে আসে। সন্ত্রাসীরা ঘটনাস্থলে এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় শিশু সন্তানকে কোলে নিয়ে ঘটনাস্থলে থাকা প্রবাসী জাহের ও তার মেয়ে তাসপিয়া গুলিবিদ্ধ হন।

পরে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। এরপর ঢাকা নেয়ার পথেই কুমিল্লায় তাসপিয়ার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version