Site icon Jamuna Television

তাইজুলের টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি

ছবি: সংগৃহীত

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার স্পিনার তাইজুল ইসলামের। দক্ষিণ আফ্রিকায় দল সিরিজ হারলেও উজ্জ্বল ছিল তাইজুলের বোলিং ফিগার।

গত সপ্তাহের পারফরমেন্সের উপর ভিত্তি করে বোলারদের টেস্ট র‍্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। সেখানে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন তাইজুল। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় বাংলাদেশী বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি।

এদিকে, টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে সবার আগেই আছেন এই অজি অধিনায়ক। তার পরের দুটি জায়গায় আছেন রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ। এরপরের দুটি জায়গায় আছেন শাহিন শাহ আফ্রিদি ও কাইল জেমিসন।

আরও পড়ুন: প্রত্যাশার চাপে ব্যর্থ বাংলাদেশ, দেশে ফিরে মুমিনুল

এম ই/

Exit mobile version