Site icon Jamuna Television

সাইদকে খুঁজছে পরিবার

নিখোঁজ সাইদ।

রাজধানীর মিরপুর ১ নাম্বারের টোলারবাগ থেকে হারিয়ে গেছে সাইদ নামে এক কিশোর। তার বয়স ১৫। ঠিকমতো কথা বলতে পারে না সাইদ। তার বাবার নাম মো. রাকিব ও মায়ের নাম মুন্নি।

নিখোঁজ সাইদের মাথায় কাটা দাগ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। গত ৯ মার্চ টোলারবাগ থেকে হারিয়ে যায় সে। পরিবার অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। খুঁজে পেতে পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়। পরিবারের পক্ষ থেকে করা হয়েছে জিডিও। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হলুদ ফুল হাতা গেঞ্জি ও জিন্সের প্যান্ট।

কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে মিরপুর ১ নাম্বারের টোলারবাগ এলাকার বিশ দাগের রোজ ভ্যালিতে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা নিম্নোক্ত ‘০১৮৭২০৫৮৫৩২’, ‘০১৭১৮৯৫৪০৩৬’ কিংবা ‘০১৭৪৭৭৭১৬০৪’ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

Exit mobile version