Site icon Jamuna Television

ড্রয়ে শেষ চারে ম্যান সিটি

অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করে চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতের এ ম্যাচিটি ০-০ গোলে ড্র হয়েছে।

এর আগে এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ১ গোলের ব্যবধানে জয় পায় গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের প্রধমার্ধে অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যান সিটির রক্ষণভাগে আক্রমণ গড়ে তুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে বেশ চেষ্টা করলেও সফল হয়নি অ্যাতলেটিকো মাদ্রিদ।

এই ম্যাচে সবকিছুকে ছাপিয়ে মুখ্য হয়ে উঠেছে কার্ডের ব্যবহার। লাল কার্ড দেখেছেন অ্যাতলেটিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে, হলুদ কার্ডের তো ইয়ত্তাই ছিল না। সব মিলিয়ে দুই দলের কার্ডের সংখ্যা দাঁড়ায় ২৫-এ।

/এমএন

Exit mobile version