Site icon Jamuna Television

নতুন বছরে স্বাভাবিকতা ধরে রাখার প্রত্যয়ে মঙ্গল শোভাযাত্রা

বৃহস্পতিবার ভোর হতেই শুরু হয়ে গেছে নতুন বাংলা বর্ষ ১৪২৯ এর ক্ষণ গণনা। বর্ষবরণে বাঙালি মেতে উঠেছে। এ উৎসব বাঙালির প্রাণের উৎসব। দিনের শুরুতে ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে হয়েছে প্রভাতি অনুষ্ঠান। এরপর নতুন বছরে স্বাভাবিকতা ধরে রাখার প্রত্যাশায় সকাল নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।

‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য। করোনা মহামারির কারণে গত দুই বছর হয়নি ছয়ানটের প্রভাতি অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা। দুঃসময় কাটিয়ে আবারও স্বাভাবিকতা ফিরে এসেছে। তা যেন বজায় থাকে এ প্রত্যাশায় এবারের শোভাযাত্রা।

ঢাবির চারুকলা বিভাগ থেকে শাহবাগ মোড় ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। ঘোড়া, পাখি, টেপাপুতুলসহ মোট ৪টি শিল্পকর্ম রাখা হয় মঙ্গল শোভাযাত্রায়। তাতে যোগ দিতে সকাল থেকেই শাহবাগ এলাকায় জড়ো হয় হাজারও মানুষ। সকল ধর্ম-বর্ণ-শ্রেণি-বিভেদ যেন মিশে একাকার হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।

/এমএন

Exit mobile version