
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যান্ডের বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জীবন হোসেন (২০) ও আক্তার হোসেন (২১)।
কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন জানান, পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে গতকাল রাত থেকেই শহরে উত্তেজনা চলে আসছিল। তারই জের ধরে আজ সকালে এ ঘটনা ঘটেছে। পৌর এলাকায় আগে যারা টোল আদায় করতেন তাদের এবার টোল আদায় না করার কথা ছিল। কিন্তু গতকাল রাতে আগে যারা টোল আদায় করতেন পৌর মেয়র তাদেরকেই ইজারা দেন। এতে এই সংঘর্ষের সৃষ্টি হয়।
ওসি জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দু’জনই সরকারি দলের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply