Site icon Jamuna Television

লবিস্ট নিযোগ করেও অপকর্ম আড়াল করতে পারেনি সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি।

সরকার হাজার হাজার ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেও নিজেদের অপকর্ম আড়াল করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, মার্কিন মানবাধিকার রিপোর্টে সরকারের অত্যাচার, নিপীড়নের ঘটনা প্রমাণিত।

সরকার তাদের অপকর্ম যতই ঢেকে রাখার চেষ্টা করুক; তা বিশ্ববাসীর কাছে উন্মোচিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, দেশের কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করতে আইন-আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে বলেও মন্তব্য করেন রিজভী।

/এমএন

Exit mobile version