Site icon Jamuna Television

আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, কাউন্সিলর বাবার সামনেই ছেলে খুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ মিরকাদিমে কাউন্সিলর বাবার সামনেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেছে কলেজপড়ুয়া ছেলের। স্থানীয় মিরকাদিম লঞ্চঘাটের ইজারার টাকা উত্তোলন আর আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা না হলেও কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে লঞ্চঘাট এলাকায় ইজারার টাকা নিয়ে বাকবিতণ্ডায় বাবা লিটনের সামনেই মারধর ও কুপিয়ে হত্যা করা হয় ঝলককে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই খুন করা হয় তাকে।

মুন্সিগঞ্জের মিরকাদিম লঞ্চঘাট এলাকায় নৌযানে পণ্য ওঠা-নামায় টাকা উত্তোলন আর আধিপত্য নিয়ে পৌরসভার কাউন্সিলর মো. লিটনের সাথে বিরোধ চলছিল প্রতিপক্ষ জিল্লুর গ্রুপের। সম্প্রতি পৌরসভার মেয়র আব্দুস সালামের ছেলে মানিক ঘাটের ইজারা ডাক পেয়ে জিল্লুরকে দিয়ে টাকা উত্তোলন করছিল। এ নিয়ে কিছুদিন ধরেই লিটন ও জিল্লুর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। টাকা আদায় নিয়ে এ দ্বন্দ্বেই শেষে প্রাণ দিতে হলো লিটনের ছেলে কলেজছাত্র সম্রাট ঝলককে।

পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ আবেদীন জানান, এ ঘটনায় মামলা না হলেও আটক করা হয়েছে ৩ জনকে। বাকিদের আটকের চেষ্ট চলছে।

বুধবার দুপুরে ছেলে ঝলককে নিয়ে মিরকাদিম লঞ্চঘাট এলাকা যান কাউন্সিলর লিটন। সেখানে আগে থেকে উপস্থিত ছিল জিল্লুরসহ তার সহযোগী মুবিন, মাসুদ এবং আরও কয়েকজন। এসময় ইজারার টাকা নিয়ে দুই গ্রুপের বাকবিতণ্ডা হলে জিল্লুর গ্রুপের লোকজন মারধর ও ছুরিকাঘাত করে ঝলককে। এতে গুরুতর আহত হলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এডব্লিউ

Exit mobile version