মন্ত্রিসভা নিয়োগের আগেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি ও বড় ভাই নওয়াজ শরিফকে নিরাপদে দেশে ফেরাতে তৎপর হয়ে উঠেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের পররাষ্ট্র দফতর ও লন্ডনস্থ পাকিস্তান হাই কমিশনকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। টাইমস নাউয়ের।
বুধবার (১৩ এপ্রিল) বর্তমানে লন্ডনে পালিয়ে থাকা নওয়াজ শরীফের ডিপ্লোমেটিক পাসপোর্ট পুনঃনবায়নের জন্য সরকারি নির্দেশনামা জারি করেছে পাকিস্তান পররাষ্ট্র দফতর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ বিষয়ক প্রয়োজনীয় নির্দেশনা দেন পাকিস্তানের পররাষ্ট্র দফতরকে। পরেরদিন বুধবার লন্ডনে পাকিস্তানের হাই কমিশনকেও এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে পানামা পেপারস স্ক্যাম ফাঁসের পর দুর্নীতি ও আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি থাকার মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল পাকিস্তানের দুর্নীতি দমন আদালত। এজন্য জেলেও যেতে হয় তাকে। সুপ্রিম কোর্টে আপিল করলে সেখানেও বহাল থাকে নওয়াজের সাজা। এরপর ২০১৯ সালে চিকিৎসা করতে ১ মাসের জন্য লন্ডন যাওয়ার অনুমতি পেয়ে সেখানে গিয়ে আর পাকিস্তানে ফেরেননি নওয়াজ।
/এসএইচ

