গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন শ্রীপুরের কড়ইতলা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল তিনটার সময় শাহাদাত মোটরসাইকেল যোগে মাওনা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে কারওয়ান বাজার এলাকায় পৌঁছালে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্য হয়। আহত হয় আরও দুইজন।
খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
/এডব্লিউ

