Site icon Jamuna Television

রিয়াদ-সাকিবদের নিয়েও ডিপিএলের সেমিতে উঠতে ব্যর্থ মোহামেডান

মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানদের নিয়ে তারকাখচিত দল গড়েও ডিপিএলের সুপার সিক্সে ওঠা হলো না মোহামেডানের। সাদাকালোদের বিদায় করে গাজী গ্রুপকে সঙ্গে নিয়ে শেষ ছয়ে জায়গা করে নিয়েছে রুপগঞ্জ টাইগার্স। নিজেদের শেষ ম্যাচে তারা ৪ উইকেটে হারায় গাজী গ্রুপকে।

প্রিমিয়ার লিগের শেষ ছয়ের সবশেষ দল হিসেবে কে যাচ্ছে? সেই উত্তর জানতে সবার চোখ ছিল বিকেএসপিতে। যেখানে একই মালিকানার দুই দল মুখোমুখি। গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম রুপগঞ্জ টাইগার্স। সমীকরণ এমন ছিল- রুপগঞ্জ টাইগার্স জিতলেই কপাল পুড়বে মোহামেডানের। হয়েছেও তাই।

ফজলে রাব্বির ৭৪ আর মেহেদি মারুফের ৫৬ রানে গাজীর করা ২০৫ রান সহজে টপকে যায় রুপগঞ্জ টাইগার্স। ৫টা করে জয় নিয়ে গাজী আর রুপগঞ্জের পয়েন্ট এখন ১০। শেষ ম্যাচে মোহামেডানকে জিতলেও তাদের পয়েন্ট হবে ১০। তিন দলের পয়েন্ট সমান হলে দেখা হবে হেড টু হেড। যেখানে মোহামেডানের হার আছে এই দুই দলের বিপক্ষে। তাই সুপার সিক্সে জায়াগ নিশ্চিত রুপগঞ্জের সাথে গাজীর।

এদিকে দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এসেই আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে মিরপুরে নেমে পরেন লিটন-জয়। আবাহনীর হয়ে জয় করেন ২১। আর অদ্ভুত এক আউটের আগে লিটন দাস করেন ৩০। দলের সংগ্রহ ৭ উইকেটে ২৭১। জবাবে প্রথম দুই বলেই ২ উইকেট নেন সাইফুদ্দিন। হ্যাটট্রিক না হলেও কোমড় সোজা করে দাঁড়াতে পারেননি প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের হয়ে রান করতে পারেননি মুমিনুল হক। দলের হার ২৮ রানের। আর ১৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করবে আবাহনী।

দীর্ঘ বিমান যাত্রা শেষে মাঠে নামা ও দলের হার অবশ্য ক্লান্ত করেনি মুমিনুল হককে। তাইতো আউটের পরেও পড়ন্ত বিকেলে একাডেমিতে চললো টেস্ট অধিনায়কের রানে ফেরার সংগ্রাম। সুপার সিক্সের ৫ ম্যাচে তার ব্যাট হাসলে হয়তো হাসবে প্রাইম ব্যাংকের ভাগ্যও।

জেডআই/

Exit mobile version