সরকারে থাকা অবস্থায় ছিলাম না, এখন থেকে আরও ভয়ঙ্কর হব: ইমরান

|

ছবি: সংগৃহীত

নানা নাটকীয়তার পর সংসদে উত্থাপিত এক অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান। পদ হারানোর পর বুধবার (১৩ এপ্রিল) প্রথম জনসভায় বক্তব্য দেন ইমরান। যেখানে আগের থেকে আরও ভয়ঙ্কর হওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের হয়ে ক্রিকেটে বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

কর্মী-সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে ইমরান বলেন, আমার বিরুদ্ধে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব পাশের আগে কেন মধ্যরাতে আদালত বসল? আমি কী কোনো আইন ভেঙেছি? ক্রিকেট খেলা অবস্থায় আমি কী কখনো ম্যাচ ফিক্সিং করেছি? জনসভায় আবারও তার সরকার পতনে ‘বিদেশি শক্তির’ মদদ আছে বলে অভিযোগ করেন ইমরান।

ইমরান বলেন, আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ঙ্কর ছিলাম না। কিন্তু এখন থেকে আরও ভয়ঙ্কর হব।

নবগঠিত সরকার নিয়ে ইমরান বলেন, আমরা এই আমদানি করা সরকার মেনে নেব না। যার বিরুদ্ধে ৪০ হাজার কোটি রুপির দুর্নীতির অভিযোগ আছে। জনগণও বিক্ষোভ দেখিয়ে সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ দেখিয়েছেন। এটা ১৯৭০ সালের পাকিস্তান না। এটা নয়া পাকিস্তান।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল রাতে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে আনা প্রস্তাবে সম্মতি জানিয়েছেন দেশটির ১৭৪ জন সংসদ সদস্য। এর আগে ৩ এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোট হওয়ার কথা থাকলেও শেষমুহুর্তে তা খারিজ করে দেন ডেপুটি স্পিকার। ভেঙে দেয়া হয় পার্লামেন্টও। তবে গত ৭ এপ্রিল ডেপুটি স্পিকারের সে সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। নতুন করে পার্লামেন্ট অধিবেশন ডেকে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেয়া হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply