ইসরাইয়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ফিলিস্তিনের পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। সম্প্রতি বেশ কয়েকটি হামলার পর ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এমনই এ অভিযানে দুইজন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বুধবারও তিন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বুধবার রামাল্লার কাছাকাছি কোনো জায়গায় ইসরাইয়েলি সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে আরও এক ফিলিস্তিনি নিহত হন।
তবে এ ব্যতাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনী বা পুলিশের পক্ষ থেকে।
এর আগে, বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেনাদের উদ্দেশে একটি পেট্রল বোমা ছোড়ে ওই ফিলিস্তিনি কিশোর। ফলে তারাও গুলি ছুড়তে বাধ্য হয়।
/এসএইচ

