Site icon Jamuna Television

ইউক্রেনে ইরানি অস্ত্র ব্যবহার করছে রাশিয়া! কী বলছে ইরান?

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে অভিযানে রাশিয়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া এবং আঞ্চলিক গোয়েন্দা সংস্থার সদস্যদের বরাত দিয়ে গার্ডিয়ান এ তথ্য জানায়। তবে এমন খবর উড়িয়ে দিয়েছে ইরান।

গত মঙ্গলবার (১২ এপ্রিল) গার্ডিয়ানের প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, চোরাচালানের মাধ্যমে ইরাক থেকে এসব অস্ত্র ও সামরিক হার্ডওয়্যার নিচ্ছে রাশিয়া। গত মাসে ইউক্রেনে মস্কোর অভিযান ব্যর্থ হওয়ার কারণে আরপিজি, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও সেইসাথে ব্রাজিলের ডিজাইন করা রকেট লঞ্চার সিস্টেম ইরাক থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের তৈরি বাভার-৩৭৩ যেটি রাশিয়ান এস-৩০০’র মতো সেটি মস্কোকে দিয়েছে তেহরান কর্তৃপক্ষ। মস্কো তেহরানকে দিয়েছে এস-৩০০। এর পরিবহনকাজে সাহায্যকারীরা এই তথ্য দিয়েছে বলে দাবি গার্ডিয়ানের।

আরও পড়ুন: সরকারে থাকা অবস্থায় ছিলাম না, এখন থেকে আরও ভয়ঙ্কর হব: ইমরান

তবে ব্রিটিশ এই পত্রিকাটির দাবি উড়িয়ে দিয়ে লন্ডনস্থ ইরান দূতাবাস এক টুইট বার্তায় লিখেছে, গার্ডিয়ানে প্রকাশিত মঙ্গলবারের প্রতিবেদনটি কল্পকাহিনীনির্ভর, ভিত্তিহীন ও অবাস্তব। মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর সঙ্গে ইউক্রেনের বর্তমান অবস্থার যোগসূত্র ঘটিয়ে সম্পূর্ণ অপেশাদারমূলক আচরণ করেছে গার্ডিয়ান। পত্রিকাটিতে প্রতিবাদমূলক লিপিও পাঠিয়েছে লন্ডনের ইরান দূতাবাস।

জেডআই/

Exit mobile version