Site icon Jamuna Television

অর্ধগলিত লাশ উদ্ধার, মালা ও হাতের চুড়ি দেখে মাকে চিনলেন ছেলে

রাজশাহী ব্যুরো:

নিখোঁজের ছয় মাস পর মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে পুঠিয়া উপজেলার ভাড়ড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। সকালে মরদেহ পাওয়ার খবর শুনে সেখানে গিয়ে গলার মালা ও হাতের চুড়ি দেখে ওই বৃদ্ধাকে নিজের মা বলে শনাক্ত করেন মৃত বৃদ্ধার বড় ছেলে লুৎফর হোসেন। তিনি জানান, প্রায় ছয় মাস আগে তার মা হঠাৎ নিখোঁজ হয়েছিলেন।

মৃত ওই বৃদ্ধার নাম শেরজান (৯৩)। তিনি বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের স্ত্রী। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে ভাড়ড়া গ্রামের একটি নালায় কিছু জেলে মাছ ধরছিলেন। তাদের জালে ওই বৃদ্ধার লাশটি উঠে আসে। খবর পেয়ে ফোর্স পাঠিয়ে লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তবে ওসি সোহরাওয়ার্দী জানান, মৃত ওই বৃদ্ধা নিখোঁজ হওয়ার ঘটনাটি থানায় অবগত করেননি তার পরিবারের কোনো সদস্য। তবে এখন অভিযোগ পেলেও তারা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

/এডব্লিউ

Exit mobile version