ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে কৃষকলীগ নেতার বাড়িসহ শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বড় সংঘর্ষ এড়াতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, যার এক গ্রুপের নেতৃত্ব দেন পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন ব্যবসায়ী সৈয়দ মাসুদ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সৈয়দ মাসুদ সমর্থক ও চেয়ারম্যানের সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বোয়ালমারী থানাধীন ডহরনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ৫ জনকে আটক করে। সেদিনই মাঝরাতে চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে মাসুদ সমর্থকদের শতাধিক বাড়িঘরে ভাঙচুর করে ও লুটপাট চালায়। রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত ইউনিয়নের চরপাড়া, কাজীপাড়া ও চৌধুরীপাড়ায় অবস্থিত মাসুদ সমর্থকদের প্রায় শতাধিক বাড়িঘরে ভাঙচুর চালায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষকলীগের নেতা জিল্লু মোল্যার স্ত্রী আলেয়া বেগম বলেন, মান্নান মাতুব্বরের অনুগত জলিল মোল্যার নেতৃত্বে মান্নান মোল্যা, চুন্নু কাজী, নজরুল কাজী, সোলাইমানসহ প্রায় ৫০ জনের একটি দল রাত ১২টার দিকে আমার বাড়িতে আক্রমণ চালায়। এর আগে আমার স্বামী নারী ও শিশুদের নিয়ে নিরাপদ স্থানে পালিয়ে যান। দুর্বৃত্তরা বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে প্রথমে স্বর্ণালংকার, নগদা টাকা, টিভি ফ্রিজসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। এমনকি তারা গৃহপালিত পশু গরু, ছাগল, পানির মোটর, টিউবয়েল ও ফসল নিয়ে গেছে। আর যেসব জিনিস নিতে পারেনি তা ভেঙে তছনছ করে রেখে গেছে। পার্শ্ববর্তী ইরফান সরদার, মোশাররফ মোল্যার বাড়িসহ প্রায় শতাধিক বাড়িতে তারা এই লুটপাটযজ্ঞ চালিয়েছে বলেও জানান তিনি।
বোয়ালমারী থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন বলেন, খবর পেয়ে বুধবার সারা রাত ঘটনাস্থলে ছিলাম। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি। খবর পেয়ে রাতে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন করও ঘটনাস্থলে যান। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
/এডব্লিউ

