মোক্তার মোল্লার ঘোড়া প্রথম, দ্বিতীয় হয়েছে ফুল মিয়ার ‘টাইগার’

|

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষ্যে রাজবাড়ী‌তে প্রাচীন গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের চত্রার বিলের মাঠে ইউ‌নিয়ন পরিষদ সদস্য খায়রুল ইসলামের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দূরদূরান্ত থেকে আসা টাইগার, বিদ্যুৎ, বাহাদুরসহ বাহারি নামের ৯টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বিলুপ্তপ্রায় এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখ‌তে শিশু-কিশোর, নারী-পুুরুষসহ প্রায় ১০ হাজার দর্শনাথী এসেছে। প্রতিযোগিতায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইল গ্রামের মোক্তার মোল্লার ঘোড়া প্রথম স্থান, একই উপজেলার গোপালনগর গ্রামের ফুল মিয়ার টাইগার নামের ঘোড়া দ্বিতীয় স্থান ও মোক্তার মোল্লার বিদ্যুৎ নামের আরেকটি ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

আয়োজক মো. খায়রুল ইসলাম জানান, প্রচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে প‌হেলা বৈশাখ উপল‌ক্ষ্যে এ আয়োজন ক‌রে‌ছেন তিনি। মানুষের উপস্থিতিতে খুশি হয়ে এই উদ্যোগকে সফল বলে মন্তব্য করেন তিনি। এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

এ সময় জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া মোড়ল, ইউপি সদস্য খোকন, সামছুল ইসলামসহ অ‌নে‌কে উপস্থিত ছিলেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply